Friday, July 29, 2016

বিকাশ (bkash) কি? কেন এবং কিভাবে ব্যবহার করবেন?
আমার আজকের লেখার বিষয় বিকাশ(bKash) চেষ্টা করছি বিকাশ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরার জন্য টিভিতে/রেডিওতে দেখে বা শুনে অনেকেরই আগ্রহ জাগে সার্ভিসটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাদের জন্য এই টিউন আপনার/আমার উপকারে না লাগলেও হয়তো অনেকের উপকারে লাগবে তাই জেনে রাখুন




bKash
কি?

bKash(
বিকাশ) হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সহজে দ্রুত টাকা পাঠানোর অন্যতম পদ্ধতি

কেন বিকাশ ব্যবহার করবেন??

অর্থাৎ বিকাশ ব্যবহার করে আপনি কি কি সুবিধাগুলো পাবেনঃ

#
সেকেন্ডের মধ্যে বাংলাদেশের যে কোন জায়গায় টাকা পাঠাতে পারবেন

#
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার দোকান থেকে কেনা-কাটা করতে পারবেন আমার জানামতে বর্তমানে আড়ং এই সুবিধা পাওয়া যায় তবে আপনার যদি দোকান থাকে আপনিও রেজিঃ করে আপনার ক্রেতাদের কাছ থেকে বিকাশ এর মাধ্যমে পেমেন্ট গ্রহন করতে পারবেন

#
কিছৃ কিছৃ অনলাইন শপিং সাইট বর্তমানে বিকাশ সাপোর্ট করছে তাই অনলাইনেও কেনাকাটা কারতে পারেন

আর অন্যান্য কাজগুলোর কথা আপনারা বুঝতেই পারছেন

bKash
রেজিস্ট্রেশন করতে কি কি কাগজপত্র লাগেঃ

একটি রবি অথবা গ্রামীণফোন নাম্বার

কপি পাসপোর্ট সাইজের ছবি

ভোটার আইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি (সত্যায়িত করা লাগবে না)

যার নামে রেজিস্ট্রেশন করবেন তার বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে এবং রেজিঃ করার সময় বিকাশ এজেন্টের কাছে সশরীরে উপস্থিত হয়ে রেজিঃ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে

আর একটি কথা তো বলতে ভুলেই গেছি রেজিস্ট্রেশন করতে কিন্তু কোন টাকা লাগে না অর্থাৎ ফ্রি তাই রেজিঃ করে রাখতে পারেন

যেভাবে রেজিস্ট্রেশন করবেনঃ

প্রথমে আপনাকে আপনার এলাকার bkash এজেন্ট খুজে বের করতে হবে খোজাখুজির কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই আপনি চাইলে অনলাইনেই দেখে নিতে পারবেন আপনার এলাকার বিকাশ এজেন্টদের ঠিকানা

আপনার এলাকার বিকাশ এজেন্টের ঠিকানা খুজে বের করবেন কিভাবে?

এখানে ক্লিক করে আপনার এলাকা(যেখানে রেজিঃ করবেন)তা নির্বাচন করুন

তারপর Find ক্লিক করলেই আপনার এলাকার বিকাশ এজেন্টদের লিস্ট/দোকানের ঠিকানা পেয়ে যাবেন তারপর আপনাকে উপরের কাগজপত্র নিয়ে সেখানে যেতে হবে

বিকাশ এজেন্ট আপনাকে একটি ফর্ম দিবে ঐটা পূরন করতে হবে তারপর

আপনার মোবাইল নং একটি কনফারমেশন মেসেজ আসবে আপনাকে এখন আপনার ট্রানজেকশন পিন তৈরি করতে হবে মনে রাখবেন ট্রানজেকশন পিন যার হাতে টাকা কিন্তু তার সুতরাং ট্রানজেকশন পিন গোপনে রাখবেন ট্রানজেকশন পিন ৪সংখ্যার একটি নাম্বার টাকা তুলতে কিন্তু আপনার ট্রানজেকশন পিন লাগবে

রেজিঃ তো শেষ এবার টাকা লোড করার পালা টাকা লোড করা হচ্ছে সবচেয়ে সহজ যেভাবে ফ্লেক্সিলোড করেন একই সিস্টেম বিকাশ এজেন্টকে টাকা আর আপনার নাম্বার দিলেই আপনার কাজ শেষ ফ্লেক্সির সাথে পার্থক্য হচ্ছে এই টাকা আপনি তুলতে পারবেন আর ফ্লেক্সির টাকা কথা বলে শেষ করতে হয়

বিকাশ থেকে কিভাবে টাকা তুলবেন?

আপনার বিকাশ একাউন্টের টাকা তোলার জন্য বিকাশ এজেন্টের কাছে গিয়ে তাকে অবহিত করুন আপনি কত টাকা তুলতে চান তাহলে বিকাশ এজেন্ট আপনাকে তার একাউন্ট নাম্বার দিবে এখন আপনাকে নাম্বারে টাকা পাঠাতে হবে টাকা পাঠাতে কিন্তু আপনার ট্রানজেকশন পিন লাগবে

এজেন্টকে টাকা পাঠানোর জন্য আপনার মোবাইল থেকে *247# ডায়াল করলে বিকাশ মেনু আসবে

তারপর 4. Cash Out অপশনটি নির্বাচন করবেন তারপর 1. From Agent নির্বাচন করে এজেন্টের একাউন্ট নাম্বার দিয়ে OK করলে আপনার ট্রানজেকশন পিন দিতে হবে তাহলে আপনার টাকা পেয়ে যাবেন আর এই কাজগুলো আপনি না পারলে বিকাশ এজেন্টকে বললেই করে দেবে সমস্যা নাই তবে আপনার পিন নাম্বার কিন্তু তাকে বলবেন না :পি

টাকা তোলার সময় আপনার টাকা হতে কিছু চার্জ কেটে রাখা হবে যা নিম্নরূপঃ

আপনি চাইলে আপনার একাউন্ট থেকে অন্য কাউকে টাকা পাঠাতে পারবেন তবে এক্ষেত্রে আপনার একাউন্ট থেকে অতিরিক্ত টাকা সার্ভিস চার্জ হিসাবে কেটে নেবে তাই আপনি কাউকে টাকা পাঠালে এজেন্টকে দিয়েই পাঠাইয়েন তাহলে আপনার আর অতিরিক্ত ২টাকা লাগবে না

বিকাশ (bkash) কি? কেন এবং কিভাবে ব্যবহার করবেন?

http://tads.techtunes.com.bd/r/WctSzEu4VaG9mD4/DvR9YCaCru65UAs9/lg.php?bannerid=192&campaignid=54&zoneid=3&loc=http%3A%2F%2Fwww.techtunes.com.bd%2Fhow-to%2Ftune-id%2F130553&referer=https%3A%2F%2Fwww.google.com.bd%2F&cb=e02a919cdb
আসসালামুআলাইকুম,
আমার আজকের লেখার বিষয় বিকাশ(bKash) চেষ্টা করছি বিকাশ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরার জন্য। টিভিতে/রেডিওতে দেখে বা শুনে অনেকেরই আগ্রহ জাগে সার্ভিসটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাদের জন্য এই টিউন। আপনার/আমার উপকারে না লাগলেও হয়তো অনেকের উপকারে লাগবে তাই জেনে রাখুন
এইটা নিয়ে আগে রাসেল জাপান ভাই একটা লিখেছিল তবে আমারটা একটু ভিন্ন
bKash কি?
bKash(বিকাশ) হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সহজে দ্রুত টাকা পাঠানোর অন্যতম পদ্ধতি
কেন বিকাশ ব্যবহার করবেন??
অর্থাৎ বিকাশ ব্যবহার করে আপনি কি কি সুবিধাগুলো পাবেনঃ
# সেকেন্ডের মধ্যে বাংলাদেশের যে কোন জায়গায় টাকা পাঠাতে পারবেন
# ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার দোকান থেকে কেনা-কাটা করতে পারবেন। আমার জানামতে বর্তমানে আড়ং এই সুবিধা পাওয়া যায়। তবে আপনার যদি দোকান থাকে আপনিও রেজিঃ করে আপনার ক্রেতাদের কাছ থেকে বিকাশ এর মাধ্যমে পেমেন্ট গ্রহন করতে পারবেন
# কিছৃ কিছৃ অনলাইন শপিং সাইট বর্তমানে বিকাশ সাপোর্ট করছে। তাই অনলাইনেও কেনাকাটা কারতে পারেন
আর অন্যান্য কাজগুলোর কথা আপনারা বুঝতেই পারছেন
bKash রেজিস্ট্রেশন করতে কি কি কাগজপত্র লাগেঃ
১। একটি রবি অথবা গ্রামীণফোন নাম্বার
২। কপি পাসপোর্ট সাইজের ছবি
৩। ভোটার আইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি। (সত্যায়িত করা লাগবে না)
৪। যার নামে রেজিস্ট্রেশন করবেন তার বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে এবং রেজিঃ করার সময় বিকাশ এজেন্টের কাছে সশরীরে উপস্থিত হয়ে রেজিঃ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
আর একটি কথা তো বলতে ভুলেই গেছি রেজিস্ট্রেশন করতে কিন্তু কোন টাকা লাগে না অর্থাৎ ফ্রি। তাই রেজিঃ করে রাখতে পারেন
যেভাবে রেজিস্ট্রেশন করবেনঃ
প্রথমে আপনাকে আপনার এলাকার bkash এজেন্ট খুজে বের করতে হবে। খোজাখুজির কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই আপনি চাইলে অনলাইনেই দেখে নিতে পারবেন আপনার এলাকার বিকাশ এজেন্টদের ঠিকানা
আপনার এলাকার বিকাশ এজেন্টের ঠিকানা খুজে বের করবেন কিভাবে?
এখানে ক্লিক করে আপনার এলাকা(যেখানে রেজিঃ করবেন)তা নির্বাচন করুন
তারপর Find  ক্লিক করলেই আপনার এলাকার বিকাশ এজেন্টদের লিস্ট/দোকানের ঠিকানা পেয়ে যাবেন। তারপর আপনাকে উপরের কাগজপত্র নিয়ে সেখানে যেতে হবে
বিকাশ এজেন্ট আপনাকে একটি ফর্ম দিবে ঐটা পূরন করতে হবে। তারপর
আপনার মোবাইল নং একটি কনফারমেশন মেসেজ আসবে। আপনাকে এখন আপনার ট্রানজেকশন পিন তৈরি করতে হবে। মনে রাখবেন ট্রানজেকশন পিন যার হাতে টাকা কিন্তু তার। সুতরাং ট্রানজেকশন পিন গোপনে রাখবেন। ট্রানজেকশন পিন ৪সংখ্যার একটি নাম্বার। টাকা তুলতে কিন্তু আপনার ট্রানজেকশন পিন লাগবে
রেজিঃ তো শেষ এবার টাকা লোড করার পালা। টাকা লোড করা হচ্ছে সবচেয়ে সহজ। যেভাবে ফ্লেক্সিলোড করেন একই সিস্টেম বিকাশ এজেন্টকে টাকা আর আপনার নাম্বার দিলেই আপনার কাজ শেষ। ফ্লেক্সির সাথে পার্থক্য হচ্ছে এই টাকা আপনি তুলতে পারবেন আর ফ্লেক্সির টাকা কথা বলে শেষ করতে হয়
বিকাশ থেকে কিভাবে টাকা তুলবেন?
আপনার বিকাশ একাউন্টের টাকা তোলার জন্য বিকাশ এজেন্টের কাছে গিয়ে তাকে অবহিত করুন আপনি কত টাকা তুলতে চান। তাহলে বিকাশ এজেন্ট আপনাকে তার একাউন্ট নাম্বার দিবে। এখন আপনাকে নাম্বারে টাকা পাঠাতে হবে। টাকা পাঠাতে কিন্তু আপনার ট্রানজেকশন পিন লাগবে
এজেন্টকে টাকা পাঠানোর জন্য আপনার মোবাইল থেকে *247# ডায়াল করলে বিকাশ মেনু আসবে
তারপর 4. Cash Out অপশনটি নির্বাচন করবেন। তারপর 1. From Agent নির্বাচন করে এজেন্টের একাউন্ট নাম্বার দিয়ে OK করলে আপনার ট্রানজেকশন পিন দিতে হবে। তাহলে আপনার টাকা পেয়ে যাবেন। আর এই কাজগুলো আপনি না পারলে বিকাশ এজেন্টকে বললেই করে দেবে সমস্যা নাই। তবে আপনার পিন নাম্বার কিন্তু তাকে বলবেন না। :পি
টাকা তোলার সময় আপনার টাকা হতে কিছু চার্জ কেটে রাখা হবে যা নিম্নরূপঃ
আপনি চাইলে আপনার একাউন্ট থেকে অন্য কাউকে টাকা পাঠাতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার একাউন্ট থেকে অতিরিক্ত টাকা সার্ভিস চার্জ হিসাবে কেটে নেবে। তাই আপনি কাউকে টাকা পাঠালে এজেন্টকে দিয়েই পাঠাইয়েন তাহলে আপনার আর অতিরিক্ত ২টাকা লাগবে না
আপনার বাসার ফ্যান/লাইট, গ্যাসের চুলা বিনা কারণে জ্বালিয়ে রাখবেন না। এগুলো আমাদেরই সম্পদ। আর যেখানে সেখানে ময়লা আবর্জনা( ঠোঙ্গা/চিপস/চকলেট এর মোড়ক) ফেলবেন না। তাহলে আপনার পরিবেশ পরিষ্কার থাকবে। অনেকেই বলেনবিদেশ এত পরিষ্কার কিন্তু আমাদের দেশে এত নোংরা(ধুলা/বালি/আবর্জনা) কেন?” আমরা কি পারি না আমাদের চারপাশ পরিষ্কার রাখতে?????
শেষ করার আগে একটা কথা কোন ভাল কিছু করতে হলে পরিবর্তন আসতে হয় ভিতর থেকে বাইরে থেকে পরিবর্তনের ফল কিন্তু স্থায়ী হয় না। যেমন ধরুন একটা ডিম যখন ভাজি/রান্না করা হয় তখন তা বাহিরে থেকে ভাঙ্গা হয়। আর যদি আপনা-আপনি ডিম ভেতর থেকে ভাঙ্গে তাহলে একটি নতুন জীবনের সৃষ্টি হয়। আর নতুন জীবন মানেই নতুন সম্ভবনা

বিকাশ এ্যাকাউন্ট খোলা, পেমেন্ট, টাকা পাঠানো এ্যাকাউন্ট চেক সম্পর্কে জানুন যারা জানেন না বা জানতে আগ্রহী তাদের জন্য


বিকাশ এ্যাকাউন্ট খোলা, পেমেন্ট, টাকা পাঠানো এ্যাকাউন্ট চেক সম্পর্কে জানুন যারা জানেন না বা জানতে আগ্রহী তাদের জন্য

bKash সম্পর্কে বিশ্লেষণ:

আমরা সকলেই নিশ্চয় বিকাশের নাম শুনেছি। বিকাশ  একটি মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী সংস্থা। বাংলাদেশে আরো অনেক ব্যাংক একই ধরনের সেবা প্রদান করলেও বিকাশ  বিভিন্ন কারনে জনপ্রিয়তার শীর্ষে। বর্তমানে যারা যারা মোবাইল ফোন ব্যাবহার করেন অধিকাংশেরই বিকাশ একাউন্ট থাকে। নিম্নে আমি বিকাশ এর সুবিধা, কিভাবে এ্যাকাউন্ট খুলবেন ,কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে এ্যাকাউন্ট চেক করবে, কিভাবে টাকা পাঠাবেন তা নিয়ে আলোচনা করব
বিকাশ (bkash) এর সুবিধা (Benefit of having bkash account):
বিকাশ বর্তমানে বাংলাদেশের একটি জনপ্রিয় সেবাতে পরিনত হয়েছে। এটির মাধ্যমে আপনি যে যে সুবিধা পান তার ছোট একটি তালিকা নিম্নে তুলে ধরা হলো
  • যে কোনো কাওকে টাকা পাঠানো বা গ্রহন
  • বিভিন্ন বিল পরিশোধ
  • মোবাইলে টাকা তোলা (রিচার্জ করা)
  • দেশজুড়ে হাজারো এজেন্টের কাছ থেকে যেকোনো সময় প্রোয়োজনে টাকা উঠানো
  • এছাড়া আছে আরো শুবিধা
বিকাশ (bkash) এ্যাকাউন্ট খোলা (Opening a accounnt):
একটি বিকাশ এ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে নিচের জিনিসগুলো নিয়ে নিকটস্থ বিকাশ এজেন্টের দোকানে যেতে হবে
  • গ্রামীনফোন, রবি, বাংলালিংক বা এয়ারটেল সীম ( অন্য সীমে হবে না ) সংযুক্ত একটি মোবাইল
  • কপি পাসপোর্ট সাইজ ছবি
  • আপনার জাতীয় পরিচয় পত্র বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট
 কিভাবে পেমেন্ট করবেন (How to make a payment):
পেমেন্ট করার নিয়ম সংশ্লিষ্ট ওয়েবসাইট বা সেবাদাতা আপনাকে বলেই দেয়। এই জন্য আপনাকে শুধু সেই প্রক্রিয়া অনুসরন করতে হবে। তাও নিম্নে একটি ডেমো পেমেন্ট দেখানো হলো। তবে কিছু কিছু সেবাদাতা সেন্ড মানি করতে বলে। সে ক্ষেত্রে  “কিভাবে টাকা পাঠাবেনশীর্ষক অংশ দেখুন
  • *২৪৭# ডায়াল করুন
  • চাপুন
  • সংশ্লিষ্ট সেবাদাতার নাম্বার চাপুন
  • পরিমান চাপুন
  • সেবাদাতা আপনাকে কোনো রেফারেন্স নাম্বার দিয়ে থাকলে তা চাপুন
  • কাউন্টার নাম্বার চাপুন। সাধারনত বা হয়। আপনার সেবাদাতা বলে দেবে এটি
  • আপনার পিন নাম্বার অর্থাৎ গোপন নাম্বার চাপুন
  • এখন একটি কনফার্মেশন মেসেজ পাবেন
কিভাবে এ্যাকাউন্ট চেক করবে (How to check account):‌
স্বাভাবিক ভাবে এই তথ্য আপনার এজেন্ট আপনাকে জানিয়ে দিবে। তাও আমি জানাই-
এ্যাকাউন্ট চেক করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন
  • *247# ডায়াল করুন
  • 6 চাপুন
  • 1 চাপুন
  • পিন প্রবেশ করান
এখন আপনি আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন 
কিভাবে টাকা পাঠাবেন (How to Send Money):
বিকাশে টাকা পাঠানো অনেক সোজা কাজ। এই জন্য আপনাকে নিচের পদ্ধতি আনুসরন করা লাগবে-
  • *247# ডায়াল করুন
  • 1 চাপুন
  • যাকে টাকা পাঠাবেন তার বিকাশ নাম্বার (পার্সোনার এ্যাকাউন্ট হতে হবে)
  • টাকার পরিমান দিন
  • রেফারেন্স নাম্বার দিন। কি দিবেন বুঝতে না পারলে আপনার নাম দিয়ে দিন
  • আপনার গোপন পিন নাম্বার দিন
আমার মাথায় বিকাশ সম্পর্কে যত কিছু ছিল সব বলে দিলাম। আরো জানার ইচ্ছা থাকলে 16247 নাম্বারে  কল করুন

bKash একাউন্ট দিয়ে কিভাবে একজন আরেকজনকে টাকা পাঠাতে পারে? দুই জনেরই কি bKash একাউন্ট থাকতে হবে?

দুজনেরই bKash একাউন্ট থাকতে হবে সেন্ড মানি সেবার মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে আরেকটি বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারেন যেকোন সময় সেন্ড মানি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান
২।সেন্ড মানিসিলেক্ট করুন
৩। আপনি যে বিকাশ একাউন্টে টাকা পাঠাতে চান সেই একাউন্ট নাম্বারটি লিখুন
৪। আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই পরিমাণ টি লিখুন
৫। লেনদেনের একটি রেফারেন্স/তথ্যসূত্র দিন (একটি শব্দের বেশি ব্যবহার করবেন না, স্পেস এবং বিশেষ অক্ষর এর ব্যবহার এড়িয়ে চলুন)
৬। আপনার বিকাশ মোবাইল মেন্যু পিনটি দিয়ে লেনদেনটি সম্পন্ন করুন
আপনি এবং প্রাপক দুজনই বিকাশ থেকে কনফার্মেশন মেসেজ পাবেন
পারসোনাল বিকাশ একাউন্ট দিয়ে টাকা জমা, উঠানো, পেমেন্ট রিচার্জে ব্যবহার করা যায় আর এজেন্ট একাউন্ট থেকে বিভিন্ন পার্সোনাল নাম্বারে টাকা পাঠানো, তাদের ক্যাশ আউটের টাকা প্রদান করা পেমেন্ট গ্রহণ করার কাজ করা হয়

পার্সোনাল একাউন্ট সর্বসাধারণের জন্য উন্মুক্ত আর এজেন্ট একাউন্ট নির্দিষ্ট ব্যবসায়ীমহলের জন্য প্রযোজ্য
বিকাশে কীভাবে একাউন্ট খুলতে হয়? কত টাকা লাগে? কী কী লাগে? ওরা কি কোন টাকা রেখে দেয় কিনা এসব জানতে চাই

আমি একটি reunion party এর জন্য টাকা লেনদেনের জন্য বিকাশ একাউন্ট ব্যবহার করতে চাই
আপনার কাছের কোন বিকাশ এজেন্ট এর ঠিকানা বের করুন 
যা যা সাথে লাগবেঃ 
আপনার মোবাইল ফোন 
জাতীয় আইডি কার্ডের ফটোকপি, অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট হলেও চলবে 
কপি পাসপোর্ট সাইজের ছবি 
এর পর এজেন্ট আপনাকে একটি ফরম পুরন করতে দিবে যা একটি মোবাইল সিম খুলার মত ফরম বাকী কাজ এজেন্ট নিজেই করে দিবেন 
এর পর আপনার মোবাইলে একটি বার্তা আসবে এবং *247# করে আপনার একাউন্ট প্রবেশ করুন এবং একটিভ করুন 
ভিডিও দুটি দেখুন কাজে লাগবে 
যা লাগেঃ কপি পার্সপোর্ট ছবি আইডি কার্ডের ফটোকপি যে সিমে তুলবেন সেই সিম এই তিনটা দিলে কোনো টাকা লাগবে না এই তিনটা ওদের দিন ওরা করে দিবে টাকা পাঠাতে কোন খরচ নেই টাকা যাকে পাঠাবেন তার সিমে পাঠান তার টাকা তুলতে খরচ হবে ১০০০ বা অনূর্ধ ১৮.৫০ পয়সা ১০০১ এর উপরে ১২ টাকা প্রতি হাজার টাকা পাঠানোর নিয়ম ওদের টাকা দিন যাকে পাঠাবেন তার নাম্বর বলুন অথবা, আপনার মোবাইলে একই পদ্ধতিতে ঢুকান এবং *247# দিয়ে সেন্ড মানিতে ক্লিক করে নির্দেশনা অনুসরন করুন টাকা ওঠাতে ওদের এজেন্টের কাছে যান এবং ওদের নিদৃষ্ট নাম্বারে "CASH OUT VIA AGENT" থেকে ওঠান

3 comments: